IIT মাদ্রাজকে ২২৮ কোটি টাকা অনুদান ৫৪ বছর আগে পাস করা ছাত্রের!
বিরাট বড় অনুদান পেয়েছে আইআইটি মাদ্রাজ। এই প্রথম ২২৮ কোটি টাকা অনুদান পেয়েছে দেশের বিখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠান। এই অনুদান দিয়েছেন আইআইটি-এরই এক প্রাক্তন ছাত্র, যিনি আজ ভারতের বিরাট বড় কোম্পানির মালিক। এই ছাত্রের নাম ডাঃ কৃষ্ণা চিভুকুলা। ডাঃ কৃষ্ণা আইআইটি মাদ্রাজ থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করেছেন। ১৯৭০ সালে পাস আউট তিনি। আর আজ ডাঃ কৃষ্ণা চিভুকুলা, ইন্দো এমআইএম টেকনোলজি প্রাইভেট লিমিটেডের মালিক। ডঃ কৃষ্ণা এই অনুদান কোন কাজে ব্যয় করা হবে ডঃ কৃষ্ণা চিভুকুলা আইআইটি মাদ্রাজকে যে…