Malda Tourism: চিতল হরিণ, নীল গাই, এশিয়ান ওপেন বিল… কী নেই! টুক করে ঘুরে আসুন ‘এই’ ফরেস্ট থেকে, হাতের নাগালেই দারুণ ট্যুরিস্ট স্পট
Malda Tourism: শুধু শামুকখোল নয়, এই ফরেস্টে আসলে পর্যটকরা দেখতে পাবেন চিতল হরিণ, নীল গাই সহ মোট ১২৮ প্রজাতির দেশ-বিদেশের পাখি। এই মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকদের এখানে আসার অনুরোধ জানিয়েছেন বন দফতরের আধিকারিক। মালদহের আদিনা ফরেস্টে শামুকখোল পাখির কলোনি মালদহ, জিএম মোমিনঃ শতাধিক বছর আগে বিদেশ থেকে এসে মালদহে উপনিবেশ গড়েছেন। ফি বছরই ৬ মাস এখানে থাকার পর ভিনরাজ্য সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাড়ি দেন। প্রতিবছর জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তাঁদের ঠিকানা মালদহের আদিনা ফরেস্ট।…

