আমাজনের সেল শুরু, স্যামসাং থেকে রিয়েলমি, ২০,০০০এর নীচে মোবাইল,রয়েছে হাতেগরম ছাড়
এবার আমাজনের ফ্রিডম ফেস্টিভাল সেল। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে এই সেল। এদিন দুপুর ১২টা থেকে এই সেল শুরু হয়ে গিয়েছে। তবে এটা কেবলমাত্র প্রাইম মেম্বারদের জন্য প্রযোজ্য হবে। তবে আগামী ৪ অগস্ট অর্থাৎ কাল থেকে প্রাইম মেম্বার ছাড়া অন্যান্যদের জন্য়ও এই সেলের দরজা খোলা হবে। আর আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করেন তবে একেবারে সঙ্গে সঙ্গে হাতে গরম ১০ শতাংশ ছাড় পাবেন। এই সেলটা আগামী ৮ অগস্ট পর্যন্ত চলবে। স্মার্টফোন, ল্য়াপটপ, টিভি সবেতেই একেবারে বড় বড়…