Mohun Bagan vs FC Goa: এফসি গোয়ার ব্রাইসেনের গুঁতোয় সাগর পাড়ে ডুবল পালতোলা নৌকো! হার মোহনবাগানের
Mohun Bagan vs FC Goa: ভাল খেললেও একাধিক গোলের সুযোগ নষ্ট, গোয়ায় হারতে হল মোহনবাগানকে। এফসি গোয়ার ব্রাইসেনের গুঁতোয় সাগর পাড়ে ডুবল পালতোলা নৌকো! হার মোহনবাগানের ফতোরদা: আইএসএলে টানা বেশ কয়েকদিন অপরাজিত থাকার পর অবশেষে থামল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে হারতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে৷ গোয়ার হয়ে দুটি গোল করেন ব্রাইসেন৷ মোহনবাগানের একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন পেত্রাতোস৷ মোহনবাগান খুব যে খারাপ খেলেছে তা নয়, তবে ভাগ্য আজকে তাদের সঙ্গে ছিল না৷ পরিসংখ্যান বলে, বল পজিশন থেকে সঠিক…