অবসাদ-মদে আসক্তি-পরপর দুটো হার্ট অ্যাটাক, কেন এমন হাল হয়েছিল অনুরাগ কাশ্যপের
সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, মহম্মদ জিশান আয়ুব অভিনীত ‘তাণ্ডব’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের ফলে দেশের একাধিক চিত্রনির্মাতা নিজেদের স্ক্রিপ্টে বদল আনতে বাধ্য হয়েছিলেন। কোনও কোনও পরিচালকের নতুন প্রোজেক্টই গিয়েছিল আটকে। এই তালিকায় নাম ছিল পরিচালক অনুরাগ কাশ্যপের। সুকেতু মেহতার ‘ম্যাক্সিমাম সিটি’-র উপর ভিত্তি করে এই প্রোজেক্ট আনছিলেন অনুরাগ। তবে ২০২১ সালে তাণ্ডব নিয়ে ওঠা বিতর্কের কারণে অনুরাগের সেই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ায় দেশের জনপ্রিয় স্ট্রিমিং জায়েন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে অনুরাগকে। তিনি বলেন,…