যাদবপুর ছাত্র মৃত্যু কাণ্ডে হলুদ ট্যাক্সির রহস্য উন্মোচন! চালকের বয়ানে চমক!
কলকাতা : হলুদ ট্যাক্সির রহস্য উন্মোচন! অবশেষে বৃহস্পতিবার যাদবপুর কাণ্ডে ট্যাক্সির খোঁজ পেলো যাদবপুর থানা। ট্যাক্সি চালকের খোঁজ পেয়ে বয়ান রেকর্ড করল পুলিশ। অভিযুক্তদের সনাক্তকরণ করা হবে প্রত্যক্ষদর্শী ট্যাক্সি চালককে দিয়ে! পুলিশ সূত্রে খবর, যাদবপুরে ছাত্র মৃত্যু ঘটনায় ট্যাক্সি চালকের খোঁজ পেলো পুলিশ। এমনকি তাঁকে তাঁর ট্যাক্সির কাছে নিয়ে গিয়ে ঠিক কীভাবে যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রকে তোলা হয়েছিল সেই বিষয়ে পুলিশ জানতে চায়। ঘটনার দিন যে ট্যাক্সিতে নিয়ে যাওয়া হয়েছিল যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রকে, সেই ট্যাক্সি চালকের এবার বয়ান…