ট্রেন আসতে দেখেই রেললাইনে শুয়ে পড়ল ছেলেটা! আর একজন করল ভিডিও! যা ঘটল… শিউরে উঠবেন
জানা গিয়েছে যে ওড়িশার বৌধা জেলায় তিন নাবালক ছেলেকে আটক করা হয়েছে, যারা জীবন বিপন্ন করে তোলে এমন এক স্টান্ট পারফর্ম করেছে সোশ্যাল মিডিয়া রিল তৈরির জন্য।চলন্ত ট্রেনের নীচে শুয়ে পড়ে রিল তৈরির উন্মাদনা! তিন নাবালককে হেফাজতে নিল পুলিশ বাস্তবে জীবন যে রকমই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় তা হতেই হবে ঝকঝকে, অন্য সবার চেয়ে ভাল। অথবা হতে হবে অন্য সবার চেয়ে আলাদা, যাতে সবার নজর কেড়ে নেওয়া সম্ভব হয়। সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়িং উপার্জনের একটা পথ তৈরি করে…

