Train driver sleeps inside: ভয়ংকর দ্রুত গতিতে ছুটছে ট্রেন! ওদিকে চালক তখন বেঘোরে ঘুমোচ্ছেন… মুহূর্তের মধ্যেই…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্রুত গতিতে ট্রেন ছুটছে। কিন্তু ড্রাইভার তখন ঘুমে ডুবে। সেই সময় যাত্রীরা ভারসাম্য হারিয়ে দেওয়ালের দিকে ধাক্কা খেয়ে পড়তে থাকেন। এবং কিছু সময়ের জন্য পুরো ট্রেনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ট্রেনটি ৫০ মাইল প্রতি ঘণ্টার বেগে চলছিল। ঘটনাটি সান ফ্রান্সিসকোর। কী ঘটেছে? ঘটনাটি ঘটেছে ২৪ সেপ্টেম্বর সকালে। যখন দুটি কোচের N-Judah ট্রেন শহরের ডাউনটাউনের দিকে যাচ্ছিল। ট্রেনটি Sunset Tunnel থেকে Duboce Park-এর দিকে বেরোতে গিয়ে বাঁক ঘুরছিল। এই সময় ট্রেনটি হঠাৎ…



