প্রচণ্ড গরমেও স্বাস্থ্যোজ্জ্বল ও মসৃণ ত্বক চান? মেনে চলতে হবে এই কৌশলগুলি!
#নয়াদিল্লি: গ্রীষ্মকাল মানেই ত্বকের দফারফা। প্রচণ্ড রোদ সঙ্গে দূষণ, দুয়ে মিলে হাঁসফাঁস অবস্থা। এর সঙ্গে যোগ হয় দরদরিয়ে ঘাম। ত্বকের পৃষ্ঠ থেকে জল কমতে শুরু করে। ফলে ডিহাইড্রেশনের কবলে পড়ে ত্বক। সিবাম এবং মেলানিন উৎপাদন থেকে ত্বকের স্থিতিস্থাপকতা, বিঘ্নিত হয় সবই। গরমে শুষ্ক আবহাওয়ায় ত্বকের যত্নে কিছু বাড়তি কৌশল নেওয়া গুরুত্বপূর্ণ। তবেই ত্বক কোমল এবং মসৃণ থাকবে। এক্ষেত্রে কয়েকটি সহজ বিষয় মাথায় রাখতে হবে। সেই অনুযায়ী চালাতে হবে রূপচর্চা। ফল মিলবে হাতে-নাতে। গরমেও মিলবে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক। ভালো ময়েশ্চারাইজারে বিনিয়োগ:…