হোটেল-রেস্তোরাঁয় খেতে গেলে কি ফের পরিষেবা চার্জ দিতে হচ্ছে?আদালতের নিয়মটা জানুন
#নয়াদিল্লি: হোটেল কিংবা রেস্তোরাঁয় খেতে গেলে দিতে হয় পরিষেবা চার্জবা সার্ভিস চার্জ (Service Charge)। সাধারণত হোটেল ও রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর তার বিলে সরাসরি যোগ হয় এই চার্জ। সেই নিয়ে সম্প্রতি এক নির্দেশিকা জারি করে জানানো হয় যে, হোটেল ও রেস্তোরাঁয় খাবারের বিলের উপর সরাসরি পরিষেবা চার্জ কাটা যাবে না। এ-বার সেই নির্দেশিকার উপর আগামী ২৫ নভেম্বর অর্থাৎ পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। এই বিষয়ে মামলা দায়ের করেছিল ভারতের জাতীয় রেস্তোরাঁ সংগঠন (National Restaurants Association of…