ব্য়াঙ্ক লকারের নতুন চুক্তিপত্র এখনও জমা দেননি? গ্রাহকদের বড় স্বস্তি দিল RBI
কলকাতা: ব্য়াঙ্কে যাঁদের লকার ভাড়া নেওয়া রয়েছে, তাঁদের জন্য় সুখবর। লকার ভাড়া নেওয়া গ্রাহকদের সঙ্গে সংশোধিত চুক্তি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল রিজার্ভ ব্য়াঙ্ক। আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্য়ে ব্য়াঙ্কগুলিকে গ্রাহকদের সঙ্গে লকার ভাড়া দেওয়া সংক্রান্ত চুক্তি পুনর্বীকরণের প্রক্রিয়া শেষ করতে হবে। যার অর্থ, যে গ্রাহকরা এখনও লকার ভাড়া নেওয়ার সংশোধিত চুক্তি জমা করেননি, তাঁরা আরও এক বছর সময় পেয়ে গেলেন। এর আগে রিজার্ভ ব্য়াঙ্ক জানিয়েছিল, ১ জানুয়ারি ২০২৩ সালের মধ্য়ে লকার পুনর্নবীকরণ চুক্তি শেষ…