লন্ডনে পড়তে যাওয়াই কাল হল! ব্রাজিলীয় যুবকের হাতে নৃশংস পরিণতি ভারতীয় ছাত্রীর
লন্ডন: লন্ডনে উচ্চশিক্ষার জন্য গিয়ে খুন হলেন ভারতীয় ছাত্রী৷ নিহত ওই তরুণীর নাম কোন্থাম তেজস্বিনী৷ ২৭ বছর বয়সি তেজস্বিনী হায়দ্রাবাদের বাসিন্দা৷ অভিযোগ, ব্রাজিলের নাগরিক এক ব্যক্তি মঙ্গলবার সকালে ছুির দিয়ে কুপিয়ে ভারতীয় ওই ছাত্রীকে খুন করে৷ মঙ্গলবার সকালে এই হত্যাকাণ্ড ঘটে লন্ডনের ওয়েম্বলিতে৷ তেজস্বিনী যে আবাসনে থাকতেন, সেখানেই এই হত্যাকাণ্ড ঘটে৷ তেজস্বিনী ছাড়াও ২৮ বছর বয়সি আরও এক যুবতীকেও ছুরি দিয়ে কোপায় ওই অভিযুক্ত৷ যদিও দ্বিতীয় ওই যুবতীর আঘাত ততটা গুরুতর নয়৷ তেজস্বিনীর এক আত্মীয় জানিয়েছেন, অভিযুক্ত ব্রাজিলের নাগরিক…