‘আত্মম্ভরিতা নয় আত্মীয়তা…’, মাতৃভাষা দিবসে যাদবপুরে কী বললেন শ্রীজাত?
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনিতা ব্যানার্জী মেমোরিয়াল হলে। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার রক্তাক্ত ইতিহাসের কথা আমাদের স্মরণে থাকলেও, মননে কতটা স্থায়ী তা বর্তমান সময়ে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণভাবে প্রশ্নের মুখোমুখি। পড়ুয়াদের অভাবে, পরিকাঠামোগত দৈন্যের কারণে বাংলা মাধ্যমের স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। বাংলা ভাষায় কথা বলার ঝোঁকও কমে আসছে খোদ বাংলা ভাষী মানুষদের। এমতাবস্থায়, বাংলা ভাষা কি তবে অস্তিত্ব সংকটের মুখোমুখি হচ্ছে? আলোচনাসভায় কবি জানালেন, সকলেরই মাতৃভাষা তাদের…