চার্লস-সাক্ষাৎ সেরেই শক্ত হাতে রাশ ধরলেন ঋষি, পদত্যাগের নির্দেশ একাধিক মন্ত্রী-আমলাকে
লন্ডন: প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী (Britain Prime Minister) হয়ে নজির গড়েছেন আগেই। সেই রেশ বজায় রেখেই এ বার শক্ত হাতে প্রশাসনের দায়িত্ব হাতে নিলেন ব্রিটেনের নব নিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ৪৫ দিনের সরকারে যাঁরা মন্ত্রী-আমলা ছিলেন, তাঁদের মধ্যে একঝাঁক লোকজনের কাছ থেকে তিনি পদত্যাগপত্র চাইলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর সামনে এল। ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ঋষি সুনক সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি। এর পর মঙ্গলবার বাকিংহাম প্যালেসে ডাক পড়ে তাঁর।…