সোনম কপূর, মুম্বইয়ের ‘ডাব্বাওয়ালা’, রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে আমন্ত্রিক কোন কোন ভারতীয়?
নয়াদিল্লি: ৭০ বছর পরে ব্রিটিশ রাজ-পরিবারের (British Royal Family) ইতিহাসে নতুন যুগের সূচনা। রাজা তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেকের (Coronation Ceremony) সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হতে চলেছে তাঁর। গোটা বিশ্ব থেকে উপস্থিত থাকবেন মাননীয় অতিথিরা (Indian Guests)। ভারত থেকে থাকবেন কারা? তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, উপস্থিত থাকবেন কারা? তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। থাকবেন বিদেশের রাজ পরিবারের সদস্যরাও, যেমন মোনাকোর রাজকুমার দ্বিতীয় অ্যালবার্ট ও রাজকুমারী শার্লিন, ভুটানের রাজা জিগমি খেসার…