একমাত্র ভারতীয় হিসেবে রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনম কপূর

একমাত্র ভারতীয় হিসেবে রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনম কপূর

নয়াদিল্লি: বলিউড (Bollywood) অভিনেত্রী সোনম কপূরের (Sonam Kapoor) মুকুটে নতুন পালক। একমাত্র ভারতীয় হিসেবে সোনম উপস্থিত থাকবেন রাজা চার্লসের সিংহাসনে আরোহণের (King Charles’ Coronation) অনুষ্ঠানে। আগামী ৭ মে এই অনুষ্ঠানে, লিওনেল রিচি (Lionel Richie), কেটি পেরি, টম ক্রুজের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে অনিল-কন্যাকে।

রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে আমন্ত্রিত সোনম কপূর

ব্রিটেনের উইন্ডসর ক্যাসেলে (Windsor Castle, United Kingdom) ৭ মে রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেন সোনম কপূর, এবং তিনিই একমাত্র ভারতীয় তারকা যে এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ‘কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যার’-এ উপস্থিত থাকবেন তিনি। এই ব্যাপারে অভিনেত্রী বলেন, ‘গান ও শিল্পের প্রতি রাজার ভালবাসার উদযাপন উপলক্ষ্যে, এই অনুষ্ঠানের কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারে যোগ দিতে পেরে আমি কৃতজ্ঞ। এটি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য যা ব্রিটেনের জন্য একটি ইতিবাচক, অন্তর্ভুক্তিমূলক এবং আশাবাদী ভবিষ্যতের প্রতি অঙ্গীকারকে নির্দেশ করে, কয়্যারের সঙ্গীত রাজকীয় উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং ঐক্য, শান্তি এবং আনন্দ প্রচার করে।’

৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা ও রানির সিংহাসনে আরোহণের পর, ৭ মে একটি উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উইন্ডসর ক্যাসেলে। হিউ বোনভিলের সঞ্চালনায় এই কনসার্ট অনুষ্ঠিত হবে ২০ হাজার সাধারণ মানুষের সামনে। অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি, লিওনেল রিচি, অ্যান্ড্রিয়া বোচেলি, স্যার ব্রায়ান টেরফেল, ফ্রেয়া রাইডিংস, অ্যালেক্সিস ফ্রেঞ্চ এবং পাঁচ রাজকীয় পৃষ্ঠপোষকতার সহযোগিতায় এক দল। এছাড়া ভিডিও বার্তার মাধ্যমে উপস্থিত থাকবেন টম ক্রুজ, ডেম জিন কলিনস ও স্যার টম জোনস।

প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে ২০১৯ সালে সোনম কপূরকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। এরপর কাজ থেকে খানিক বিরতি নেন তিনি। মা হয়েছে সোনম কপূর। সোনম ও আনন্দ আহুজা জন্ম দিয়েছেন বায়ুর। ২০২৩ সালে ফের তিনি ফিরছেন সিনেমায়। পূরব কোহলি, বিনয় পাঠক ও লিলেট দুবের সঙ্গে ‘ব্লাইন্ড’-এ কাজ করছেন তিনি। দিন কয়েক আগে ভারতে অ্যাপল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন সোনম কপূর। সঙ্গে অবশ্যই ছিলেন তাঁর স্বামী, ব্যবসায়ী আনন্দ আহুজা।

(Feed Source: abplive.com)