চার্লসের অভিষেকে মাথায় কোহিনূরের মুকুট পরবেন না নতুন রানি! বিতর্কের জের?
লন্ডন: তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেকের দিন চার্লসের স্ত্রী রানি কনসর্ট ক্যামিলার মাথায় দেখা যাবে না কোহিনূর হীরাখচিত মুকুট। লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে চার্লসের অভিষেকের রাজকীয় আয়োজনে বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে আগেই এক ঘোষণায় জানানো হয়েছিল, রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে কুইন কনসর্ট ক্যামিলা কোহিনূরখচিত মুকুট না পরার সিদ্ধান্ত নিয়েছেন। এর বদলে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে আনা কালিনিয়ান হিরে খচিত মুকুট পরবেন। যার অর্থ হল, বিতর্ক এড়াতেই কোহিনূর মুকুট প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে বাকিংহাম প্যালেস। দীর্ঘদিন ধরে চলা রাজ পরিবারের নিয়ম অনুযায়ী,…