যুদ্ধের ছ’মাসের মাথায় ফুটবল শুরু ইউক্রেনে! দর্শকশূন্য স্টেডিয়ামে হবে লিগ
#কিভ: সেই ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়ান সেনাবাহিনী। ছয় মাস হয়ে গেল, যুদ্ধ এখনও থামেনি। এখনও আকাশে ঘুরছে রাশিয়ার যুদ্ধবিমান। সেখান থেকে ছোড়া বোমা গুঁড়িয়ে দিচ্ছে বাড়ি-ঘর। এখনও মাঝেমধ্যে ধেয়ে আসছে মিসাইল। কিন্তু তার মধ্যেই ফুটবল শুরু হয়েছে ইউক্রেনে। সোমবার থেকে শুরু হয়েছে ইউক্রেনের ঘরোয়া লিগ। বোমা, মিসাইলের আতঙ্ক থাকায় দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে খেলা। আতঙ্ক রয়েছে ফুটবলারদের মধ্যেও। প্রতিটি স্টেডিয়ামে রয়েছে বোমার হাত থেকে বাঁচার নিরাপদ স্থান। খেলার মাঝে সাইরেন বাজলেই সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন ফুটবলার ও সাপোর্ট…