IND vs SA : একটা সিরিজ জিতেই এত সাহস! ভারতকে নিয়ে দক্ষিণ আফ্রিকা কোচের ‘নোংরা’ মন্তব্য, শুনলে রেগে লাল হয়ে যাবেন
South African coach Shukri Conrad : দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড মঙ্গলবার (২৫ নভেম্বর) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতকে নিয়ে অত্যন্ত নোংরা একটি মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন। কলকাতা : দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড মঙ্গলবার (২৫ নভেম্বর) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতকে নিয়ে অত্যন্ত নোংরা একটি মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন। গুয়াহাটি টেস্টে প্রয়োজনের তুলনায় বেশি সময় ব্যাট করেছিল তাঁর দল। সেই সিদ্ধান্ত নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ’আমরা চেয়েছিলাম ভারত সত্যিই নতজানু হোক।’ তিনি আরও বলেন, “ওদের পুরোপুরি ম্যাচের…

