তীব্র অশান্তির মধ্যেই শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হলেন রনিল বিক্রমাসিংহে!
#কলম্বো: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ব্যাপক অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই আজ, বুধবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। গোটাবায়া রাজাপক্ষ পদত্যাগ করার পর রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনের সরকারি ফলাফলে দেখা গিয়েছে বিক্রমাসিংহে ১৩৪ টি ভোট পেয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ এবং বামপন্থী ফ্রন্টের অনুরা দিসানায়েক পেয়েছেন মাত্র তিনটি ভোট। ছয় বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে সমর্থন জুগিয়েছেন রাজাপক্ষের SLPP। সংসদে সংখ্যাগরিষ্ঠ এই দলই, মোট সদস্য ২২৫। যদিও ৭৩ বছর বয়সী নয়া রাষ্ট্রপতিকেও ঘৃণাই করেন বিক্ষোভকারীরা। বিক্রমাসিংহেকে…