পশ্চিমবঙ্গের বাজারে টাস্ক ফোর্সের হানার পরও সবজির দাম চরমে, নাভিশ্বাস উঠছে ক্রেতাদের
আনাজের দাম এখনও আকাশছোঁয়া হয়ে রয়েছে। রাজ্য সরকারের টাস্ক ফোর্স বাজারে অভিযান চালালেও বিশেষ কোনও লাভ হয়নি। বরং বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতাদের। গতকাল সোমবারও কলেজ স্ট্রিট মার্কেটে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। দাম খতিয়ে দেখেছেন। কিন্তু দাম কমেনি। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে সবজির দাম। এখন নতুন করে দাম আর না বাড়লেও দাম কমেওনি। সবজির দাম বৃদ্ধির দিকেই রয়েছে বলে অভিযোগ অধিকাংশ ক্রেতাদের। তাই নাভিশ্বাস উঠেছে। এদিকে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযানের পরও আকাশছোঁয়া অধিকাংশ সবজির দাম।…