Greg Chappell: গৃহহীন যুবসমাজের জন্য অর্থ সংগ্রহ গ্রেগ চ্যাপেলের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের কোচ হিসেবে তিনি জনপ্রিয় হতে পারেননি। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ দলের অনেক বর্ষীয়ান সদস্য়ের সঙ্গে সেই অস্ট্রেলীয় কোচ গ্রেগ চ্যাপেলের সম্পর্ক মধুর থাকেনি ভারতীয় কোচ হিসেবে তাঁর দায়িত্ব সামলানোর সময়ে। সেই গুরু গ্রেগ নিজের দেশেও এক সময়ে বিতর্ক সামলেছেন। কিন্তু গত পাঁচ বছর ধরে গ্রেগ চ্য়াপেলই অস্ট্রেলিয়া-সহ আন্তর্জাতিক দুনিয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে ধরা দিয়েছেন তাঁর ‘দ্য় চ্য়াপেল ফাইন্ডেশন’-এর সৌজন্য়ে। কারণ চ্যাপেলের এই স্বেচ্ছাসেবী সংস্থা অর্থ সংগ্রহ করছে অস্ট্রেলিয়ার সেই যুবসমাজের জন্য, যাঁরা…