জলে ডুবে থাকলেও কিছু হবে না! সস্তার ওয়াটারপ্রুফ স্মার্টফোন কোনগুলো জানেন?
Waterproof Smartphones: ফোন জলে ডুববে কেন? প্রশ্নটা উঠতেই পারে, তবে ঘটনাটা বিরল হলেও অস্বাভাবিক কিছু নয়। আমরা অনেকেই বেড়াতে যাই নদীর ধারে, পুল পার্টিতে যোগও দিই। দৈবাৎ যদি হাত ফসকে ফোনটা জলে পড়েই যায়? তখন? এ কারণেই ফোনে দরকার আইপি রেটিং, যা ফোনকে জল এবং ধুলো থেকে রক্ষা করে। এবার যদি বিশেষ করে জলপ্রতিরোধী বা ওয়াটারপ্রুফ বৈশিষ্ট্যের কথাই ওঠে, আইপি৬৭ রেটিং বেশ ভাল বলতে হয়, তার চেয়েও বেশি কাজের আইপি৬৮ রেটিং। আইপি৬৮ রেটিং আছে মানে এমনি জল বা নোনা…