প্রশ্নই বোঝা যাচ্ছে না! শেষে সাদা খাতাই জমা সাঁওতাল ভাষার পড়ুয়াদের
পড়ুয়ারা সাঁওতালি মাধ্যমের, অথচ নিজের ভাষা ও অলচিকি লিপিতে পড়াশোনার সুযোগ পায়নি। মনে আশা ছিল, প্রশ্নপত্র মাতৃভাষায় হবে। কিন্তু আদতে যা হল তাতে ভেস্তে গেল পরীক্ষাটাই। উচ্চমাধ্যমিকে সাদা খাতাই জমা দিতে হল ১৫জন পরীক্ষার্থীদের। মঙ্গলবার উচ্চমাধ্যমিকের পরিবেশ বিদ্যাসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা ছিল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নেকুড়সেনী হাইস্কুলের (সাঁওতালি মাধ্যম) পরীক্ষার্থীরা নিজেদের ভাষায় প্রশ্নপত্র পাবে ভেবেছিল। কিন্তু তেমনটা না হওয়ায় পরীক্ষা কেন্দ্রে রীতিমতো সমস্যায় পড়ে। নির্দিষ্ট লিপি জানা ইনভিজিলেটরও সেই দিন ছিলেন না হলে। নেকুড়সেনী হাইস্কুলের এটাই প্রথম উচ্চমাধ্যমিক…