আইসক্রিম খেতে খেতে লন্ডনে শপিং-লড়াই সৌরভ-সানার! বাবা-মেয়ের ছবি ভাইরাল
#লন্ডন: লন্ডনে চুটিয়ে শপিং এর মুডে ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। মেয়ে সানাকে সঙ্গে নিয়ে কেনাকাটা সারলেন সৌরভ। সোশ্যাল মিডিয়ায় শপিংয়ের ব্যাগ হাতে সৌরভর ছবি ইতিমধ্যেই ভাইরাল। সৌরভের হাতে দেখা যাচ্ছে গোটা তিনেক ব্যাগ রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে বেশ চুটিয়েই জামা কাপড় কিনেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে বাবাকে টেক্কা দিতে ছাড়েননি মেয়ে সানাও। ভাইরাল হওয়া ছবিতে সানার হাতেও রয়েছে গোটা তিনেক ব্যাগ। অর্থাৎ বাবার সঙ্গে সমান সমানে টক্কর কেনাকাটায়। ব্যাগ ছাড়াও সৌরভের হাতে রয়েছে আইসক্রিম। ছবি তোলার সময় সানাও আইসক্রিম খেতে…