#লন্ডন: লন্ডনে চুটিয়ে শপিং এর মুডে ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। মেয়ে সানাকে সঙ্গে নিয়ে কেনাকাটা সারলেন সৌরভ। সোশ্যাল মিডিয়ায় শপিংয়ের ব্যাগ হাতে সৌরভর ছবি ইতিমধ্যেই ভাইরাল। সৌরভের হাতে দেখা যাচ্ছে গোটা তিনেক ব্যাগ রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে বেশ চুটিয়েই জামা কাপড় কিনেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে বাবাকে টেক্কা দিতে ছাড়েননি মেয়ে সানাও। ভাইরাল হওয়া ছবিতে সানার হাতেও রয়েছে গোটা তিনেক ব্যাগ। অর্থাৎ বাবার সঙ্গে সমান সমানে টক্কর কেনাকাটায়। ব্যাগ ছাড়াও সৌরভের হাতে রয়েছে আইসক্রিম। ছবি তোলার সময় সানাও আইসক্রিম খেতে ব্যস্ত।
ছবিতে সৌরভের অভিন্ন হৃদয়ের বন্ধু প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়ও রয়েছেন। বেশ কয়েকজন পারিবারিক বন্ধুও রয়েছেন। পুরো ছবি দেখে বোঝা যাচ্ছে শপিংয়ের পর আইসক্রিম খেতে খেতে রিলাক্স মুডে দাদা এন্ড কোম্পানী। ছবিতে সৌরভের পরনে রয়েছে গোলাপি রঙের জামা। গাঢ় নীল রঙের প্যান্ট আর মাথায় টুপি, সানগ্লাস। ছবি দেখলেই স্পষ্ট শপিংয়ের পর রীতিমতো খোশ মেজাজে রয়েছেন বোর্ড সভাপতি। মুখে লেগে রয়েছে হাসি। আসলে লন্ডন বরাবরই সৌরভের প্রিয় শহর। লন্ডন আই এর সামনে তার একটি ফ্ল্যাটও রয়েছে।
শপিংয়ের ফাঁকে
.
.
বর্তমানে সানা লন্ডনে পড়াশোনা করছে। তাই সুযোগ পেলেই লন্ডনে সময় কাটানো সৌরভ। দিন কয়েক আগে লন্ডনের রাস্তায় হাঁটার ছবি পোস্ট করেছিলেন। নিজের ৫০ তম জন্মদিন লন্ডনেই পালন করেছেন দাদা। জুন মাসের শেষেই লন্ডন পৌঁছেছিলেন সৌরভ। জুলাইয়ের মাঝামাঝি দিন কয়েকের জন্য কলকাতায় ফিরলেও আইসিসির বৈঠকে যোগ দিতে ফের বার্মিংহ্যামে পৌঁছে যান বোর্ড সভাপতি। পয়েলা আগস্ট কলকাতায় ফেরার কথা সৌরভের। রবিবার কমনওয়েলথ গেমসে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন মহারাজ। তার আগে রীতিমতো শপিং মুডে সৌরভ।
ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়কে দেখা না গেলেও তিনিও দাদার সঙ্গে চুটিয়ে শপিং করেছেন বলেই খবর। তবে এই শপিং পুজোর শপিং কিনা তা বলা মুশকিল। এসবের মধ্যেই সৌরভ কিন্তু ইংল্যান্ডেও শরীরচর্চা করে গিয়েছেন নিয়মিত। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে একটি প্রদর্শনী ম্যাচে খেলবেন সৌরভ। ইতিমধ্যে সে কথা নিজে জানিয়েও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফলে ফের একবার ব্যাট হাতে ২২ গজে সৌরভের নামার অপেক্ষায় ভক্তকূল।