চোর পুলিশ খেলতে গিয়ে ট্রিগারে চাপ! বিজেপি নেতার ১০ বছরের ছেলের গুলিতে নিহত বন্ধু

চোর পুলিশ খেলতে গিয়ে ট্রিগারে চাপ! বিজেপি নেতার ১০ বছরের ছেলের গুলিতে নিহত বন্ধু

#কৌশাম্বি: পাড়াতে খেলতে খেলতে নিজেরই খেলার সঙ্গীকে গুলি করে হত্যা! শনিবার পাড়ায় খেলার সময় ‘দুর্ঘটনাক্রমে’ প্রতিবেশীকে গুলি করে হত্যা করেছে উত্তরপ্রদেশের বিজেপি নেতার ১০ বছরের পুত্র, জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পাড়ার ছেলেরা ‘চোর-পুলিশ’ খেলছিল। ওই দলেই ছিল বিজেপি নেতার পুত্রও। খেলার মধ্যেই ওই রাজনৈতিক নেতার লাইসেন্স করা রিভলভারটি হাতে তুলে নেয় কিশোর। রিভলভার ধরে ট্রিগারে চাপও দিয়ে ফেলে সে।

‘দুর্ঘটনাক্রমে’ ট্রিগারে চাপ দিতেই গুলি বেরিয়ে সোজা বিঁধে যায় তাঁরই বন্ধুর দেহে। ঘটনাস্থলেই তাঁর ১১ বছর বয়সী প্রতিবেশী খেলার সঙ্গীর মৃত্যু ঘটে, জানিয়েছেন কৌশাম্বির অতিরিক্ত সুপারিনটেনডেন্ট পুলিশের সমর বাহাদুর সিং।

ঘটনাটি কারারি থানা এলাকায় ঘটেছে বলে জানান সমর বাহাদুর সিং। তিনি জানান, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি এবং নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Published by:Madhurima Dutta

(Source: news18.com)