গুগলে কোন ‘জিনিস’ সার্চ করলে আপনার ‘জেল’ হতে পারে জানেন…? চমকাবেন উত্তরে!
Google: বাচ্চা থেকে বুড়ো, যদি কারও কিছু জিজ্ঞাসা করার বা শেখার প্রয়োজন হয়, তারা সঙ্গে সঙ্গে গুগলে তা এক মিনিটেই সার্চ সিস্টেমের মাধ্যমে অনুসন্ধান করে নিতে পারেন। আসলে দ্রুততার জীবনে এবং প্রযুক্তির এই আধুনিক যুগে, এটি কয়েক সেকেন্ডের ব্যাপার। কিন্তু জানেন কী যেই সার্চ ইঞ্জিনটিকে এতো ভরসা করে বেস্ট বানিয়ে বসেছেন, সেই গুগলেই কিছু জিনিস অনুসন্ধান করা আপনার জন্য বিরাট ঝুঁকিপূর্ণ হতে পারে। মুহূর্তে জীবনে নেমে আসতে পারে কালো অন্ধকার। একটা সময় ছিল যখন বই থেকে অর্জিত জ্ঞানই মানুষকে…

