IIT বা IIM নয়, সাধারই এই কলেজে পড়েই ১.১৩ কোটির চাকরি পেলেন মেধাবী পড়ুয়া
দেশের দু’টি সবচেয়ে জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান – আইআইটি এবং আইআইএম-এর থেকে পাশ হওয়া পড়ুয়া প্রতি বছরই কোটি কোটি টাকার প্যাকেজের চাকরি পেয়ে থাকেন। তবে ইন্দোরের একটি কলেজ থেকে পাশ করেই ১ কোটি ১৩ লাখ টাকার প্যাকেজের চাকরি পেয়ে তাক লাগিয়ে দিলেন সাহিল আলি নামক এক মেধাবী পড়ুয়া। জানা গিয়েছে, সাহিল আলি ইন্দোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রফেশনাল স্টাডিজ থেকে ৫ বছরের সমন্বিত এমটেক কোর্স করেছেন। এই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেসমেন্ট সেশনের সময় নেদারল্যান্ডের একটি কোম্পানি তাঁকে ১.১৩…