Singur: স্কুলের ইতিহাস বইতে মমতার পরেই পার্থর নাম! ‘পড়ুয়ারা কী শিখবে?’
তখন তিনি শিক্ষামন্ত্রী। ২০১৭ সালে অষ্টম শ্রেণির ইতিহাসের পাঠ্যবইতে আচমকাই উঠে এসেছিল সিঙ্গুর আন্দোলনের কথা। পাঠক্রম চালু হয় ২০১৮সালে। পাঠ্যবইতে সেই আন্দোলনের কথা উল্লেখ করে লেখা হয়, সেই আন্দোলনকে সুসংহত করে তার নেতৃত্ব দিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চ্যাটার্জি। একেবারে ছাপার অক্ষরে অষ্টম শ্রেণির পাঠ্যবই মধ্যশিক্ষা পর্ষদের অতীত ও ঐতিহ্য বইতে আজও জ্বলজ্বল করছে সেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম। আর সেটাও একেবারে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম যে লাইনে রয়েছে তারই ঠিক পরের লাইনে। নানা রথী,মহারথী, বিপ্লবী,…