TRP: সারেগামাপা গ্র্যান্ড ফিনালের আকাশ ছোঁয়া নম্বর, বাদবাকি কে কোথায়
চলতি সপ্তাহের সবচেয়ে বড় চমক নিসন্দেহে সারেগামাপা গ্র্যান্ড ফিনালের টিআরপি নম্বর। ৮.২ নম্বর পেয়ে টিআরপি তালিকায় একেবারে টপ করেছে। বরাবরই বাংলার এই মিউজিক রিয়েলিটি শো নিয়ে চর্চা থাকে পুরোদমে। কে কাকে টক্কর দিল, কার গানে বিচারকরা কেমন মন্তব্য করল, কাকে নিয়ে এই সপ্তাহেই বা হল ঠাট্টা-মস্করা, সবই দেখেন দর্শকরা। আর সেখানে গ্র্যান্ড ফিনালের টিআরপি যে ৮.২ হবে তা বলাই বাহুল্য। ‘সারেগামাপা’-র এই সিজনে শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মা ছিলেন বিচারকের আসনে। সঙ্গে ইমন চক্রবর্তী, জোজো, মনোময় ভট্টাচার্য, রাঘব…