পুরাতনই শেষ বাংলা ছবি! হঠাৎ কেন এমন ঘোষণা শর্মিলার?
সদ্যই মুক্তি পেয়েছে শর্মিলা ঠাকুর অভিনীত নতুন বাংলা ছবি পুরাতন। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্তকেও। সুমন ঘোষের এই ছবির প্রযোজনা করেছেন ঋতুপর্ণা। বক্স অফিসে, দর্শকদের থেকে ছবিটি ভালো সাড়া পাওয়ার মাঝেই এটা কী ঘোষণা করলেন শর্মিলা ঠাকুর! কী জানিয়েছেন শর্মিলা ঠাকুর? সম্প্রতি পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর তেমনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়তো আর বাংলা ছবিতে কাজ করবেন না। এদিন যখন তাঁকে আগামীতে আবার তাঁকে কবে, কোন বাংলা ছবিতে দেখা যাবে জিজ্ঞেস…

