সৌভিকের কাছে মুম্বই-হায়দরাবাদের অফার! ফের মাঝমাঠে ধাক্কা ইস্টবেঙ্গলের?
চলতি ISL-এ শুরুটা ভালো ছিল না ইস্টবেঙ্গলের। প্রথম দিকের ৭টি ম্যাচের একটিতেও জয় তুলতে ব্যর্থ হয় লাল-হলুদ শিবির। সদ্য নতুন কোচ অস্কার ব্রুজোর হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল তাদের সমর্থকরা। তারই মধ্যে একের পর এক দুঃসংবাদ আসতে শুরু করে। ইতিমধ্যেই চোটের কবলে মাদিহ তালাল-সল ক্রেস্পোর মতো তারকারা। এই মরশুমের মতো আর মাঠে নামতে পারবেন না তালাল, বৃহস্পতিবার ক্লাবের তরফে বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দেওয়া হয়। এবার আরও এক আশঙ্কার কথা শোনা যাচ্ছে। ISL-এর দুই ক্লাব হায়দরাবাদ এফসি এবং মুম্বই সিটি…