Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
খেতাবি লড়াইয়ে আবারও মুখোমুখি বাংলা-সৌরাষ্ট্র, ইডেনেই বসবে ফাইনালের আসর
খেতাবি লড়াইয়ে আবারও মুখোমুখি বাংলা-সৌরাষ্ট্র, ইডেনেই বসবে ফাইনালের আসর

বেঙ্গালুরু: ফের একবার রঞ্জির ফাইনালে (Ranji Trophy Final) নিজেদের জায়গা পাকা করল সৌরাষ্ট্র। তিন বছর পরে আবারও রঞ্জির ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। কর্ণাটককে চার উইকেটে হারাল সৌরাষ্ট্র (Saurashtra vs Karnataka)। সৌজন্যে সৌরাষ্ট্র অধিনায়ক অর্পিত বাসবডা (Arpit Vasavada)। ম্য়াচে ২০২ ও ৪৭ রানের ইনিংস খেলেন সৌরাষ্ট্র অধিনায়ক। ম্যাচের সেরাও নির্বাচিত হন অর্পিত। দুরন্ত অর্পিত ম্যাচের চতুর্থ দিনে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে নিজেদের হাতে তুলে নিয়েছিল সৌরাষ্ট্র। কর্নাটকের প্রথম ইনিংসে তোলা ৪০৭ রানের জবাবে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস শেষ হয় ৫২৭ রানে।…

Read More