Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
স্টেইনগান সেলিব্রেশন দেখে পেত্রাতোসকে সনির বার্তা! জবাব দিয়ে মন ছুঁলেন দিমি
স্টেইনগান সেলিব্রেশন দেখে পেত্রাতোসকে সনির বার্তা! জবাব দিয়ে মন ছুঁলেন দিমি

জামশেদপুর এফসির বিরুদ্ধে গোল করে স্টেইন-গান সেলিব্রেশন করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। একটা সময় সবুজ মেরুন জার্সি গায়ে এই রকম সেলিব্রেশন করতেন মোহনবাগানের তারকা ফুটবলার সনি নর্দে। মোহনবাগানের সঙ্গে সনির একটি গভীর সম্পর্ক এখনও রয়েছে। সবুজ-মেরুনের হৃদয়ে রয়ে গিয়েছেন সনি। তাই বাগানের প্রাক্তনীকে সম্মান জানাতেই এমন সেলিব্রেশন করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। আর এই সেলিব্রেশনের ছবি নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছিলেন মোহনবাগানের বর্তমান তারকা। দিমিত্রি পেত্রাতোসের সেই পোস্টের জবাব দিলেন সোনি নর্দে। মোহনবাগান জনতার নয়নের মণি সনি নর্দে অনেকদিন আগেই সবুজ-মেরুন ছেড়েছিলেন। চোট…

Read More