রাজ্য়, কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য়ের আর্জি জানাচ্ছেন দ্যুতি চন্দ
ভুবনেশ্বর: এশিয়ান গেমসে দুবার রুপো জিতেছিলেন। দেশের নাম উজ্জ্বল করেছিলেন। কিন্তু আচমকাই তাঁর জীবনে অন্ধকার নেমে এসেছে। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করেছে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা নাডা (NADA)। এই ঘটনার পরই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাহায্য় চাইছেন ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার। এক সাক্ষাৎকারে দ্য়ুতি বলেন, ”আমি গতকাল সকালে এই খবরটি পেয়েছিলাম। যে কেসটি করেছিলাম সেটাতে আমি হেরে গিয়েছিলাম এরপরই নাডার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি সত্য়িই খুব হতাশ। এর আগেও এমন ডোপ পরীক্ষা…