নতুন সম্পর্কে যুক্ত হওয়ার আগে কী ভাবে ভুলবেন পুরনো প্রেমের স্মৃতি?
আরও একটা নতুন বছর। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই স্বপ্ন দেখে নতুন করে বাঁচার, নতুন করে জীবন শুরু করার। নিজের বাজে অভ্যাস বা খারাপ দিকগুলো দূর করে একটা সুন্দর মানুষ তৈরী হওয়ার প্রতিশ্রুতি নেয় সকলেই। অনেকে আবার স্বপ্ন দেখেন নতুন বছরে তাদের সঠিক মনের মানুষকে খুঁজে পাওয়ার, কিন্তু পুরনো কোনও খারাপ অভিজ্ঞতা বা কোনও খারাপ স্মৃতির কারণে নিজেদেরকে ভালোবাসা থেকে বিরত রাখেন। তবে বাস্তবে, অতীতের প্রতিফলনই আমাদের ভবিষ্যতে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করে। এই সূত্রে, সম্পর্কের…