খালিস্তানপন্থীর মৃত্যুতে ভারতযোগ! অভিযোগ কানাডার, তীব্র প্রতিক্রিয়া ভারতের
নয়নিমা বসু, নয়াদিল্লি: খালিস্তানি সমব্যথী হরদীপ সিংহ নিজ্জরের মৃত্যুতে ভারতের দিকে আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শিখ নেতার মৃত্যুতে দিল্লির সংযোগ খতিয়ে দেখছে সে দেশের তদন্তকারীরা (Khalistani Separatists)। সেই আবহেই ট্রুডোর অভিযোগ খারিজ করে দিল ভারত। কানাডার অভিযোগ অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করল বিদেশমন্ত্রক। খালিস্তানি জঙ্গি এবং উগ্রপন্থী, যাঁরা কানাডার আশ্রয়ে রয়েছেন, তাঁদের থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে বলেও কানাডার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলল ভারত। (India Canada Relations) গত ১৮ জুন সারি-তে শিখদের একটি মন্দিরের বাইরে গুলি…