মাঝে মাঝেই হাঁচি হচ্ছে, অ্যালার্জি না করোনা বুঝবেন কীভাবে?
#কলকাতা: অ্যালার্জির কারণে অনেক সময়ই হাঁচি হয়। সাধারণ জ্বর বা ফ্লু হলেও সর্দি, কাশির সঙ্গে হাঁচি লেগে থাকে। কিন্তু বর্তমানে করোনার প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে হাঁচি। এখন ক্রমাগত হাঁচি হতে থাকলে সেটা সর্দি, কাশির কারণে হচ্ছে না কি করোনার জন্য, সেটা বোঝা যাবে কী করে? সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাঁদের রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে হাঁচি। আসলে ভ্যারিয়েন্ট নিজের চরিত্র পরিবর্তন করছে। ফলে উপসর্গও বদলে যাচ্ছে। হাঁচি: করোনার প্রথম…