সুরাসক্ত হয়ে হাতির হামলায় মারা গেলে ক্ষতিপূরণ পাবে না মৃতের পরিবার
#কলকাতা: মদ্যপান করে বনে ঢুকবেন না। বিশেষ করে, বনের যে অংশে হাতির যাতায়াত আছে। পুজোর মুখে ঝাড়গ্রাম বন দফতর নির্দেশিকা দিয়ে মানুষকে সতর্ক করেছে। নির্দেশিকায় আরো বলা হয়েছে, মদ্যপ অবস্থায় কেউ যদি হাতির আক্রমনের শিকার হয়ে মারা যায়,তাহলে তার পরিবারকে কোন ক্ষতিপূরন দেওয়া হবে না। আচমকা এমন নির্দেশিকা কেন জারি করতে হল ঝাড়গ্রাম বন দফতরকে? বনদফতরের এক আধিকারীক বলছেন, গতবছর পূজোর সময় জঙ্গল লাগোয়া একটি পূজো মন্ডপে আচমকাই হামলা চালায় একদল হাতি। হাতির আক্রমনে লন্ডভন্ড হয়ে গেছিল মন্ডপ। কোনরকমে…