জম্মু ও কাশ্মীরের শাকসগাম উপত্যকাকে নিজেদের বলে দাবি করেছে চীন: বলেছে- পাকিস্তানের ভূখণ্ডে থাকা পর্যন্ত রাস্তা, ভারত একে অবৈধ দখল বলে অভিহিত করেছে।
জম্মু ও কাশ্মীরের শাক্সগাম উপত্যকা এলাকাকে নিজেদের বলে দাবি করেছে চীন। এই এলাকা দিয়ে যাওয়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (CPEC) মাধ্যমে পাকিস্তানে যাওয়ার রাস্তা তৈরি করছে চীন। এতে ভারতের তীব্র আপত্তি রয়েছে। ভারত এই এলাকায় যে কোনো বিদেশি অবৈধ নির্মাণের বিরুদ্ধে। এমনকি ৯ জানুয়ারি ভারত এই এলাকায় চীনের নিয়ন্ত্রণকে অবৈধ দখল বলে বর্ণনা করেছিল। গ্লোবাল টাইমসের মতে, সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন যে যে এলাকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেটি চীনের একটি অংশ। তার ভূখণ্ডে অবকাঠামো নির্মাণ…

