১৪ বছর পর ‘কামব্যাক’ ফরদিন খানের, ভনশালীর ‘হীরামান্ডি’ ছবিতে অভিনেতার লুক প্রকাশ
নয়াদিল্লি: মুক্তি পাওয়ার অপেক্ষায় সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত ‘হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার’ (Heeramandi: The Diamond Bazaar)। ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে ভনশালীর। আর তাঁর হাত ধরেই দীর্ঘ ১৪ বছর পর অভিনয়ে ফিরছেন ফরদিন খান (Fardeen Khan)। আজ প্রকাশ্যে এল তাঁর লুক, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘হীরামাণ্ডি’ ছবির হাত ধরে কামব্যাক ফরদিন খানের মণীশা কৈরালা, সোনাক্ষী সিন্হা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ ও শর্মিন সয়গল অভিনীত ‘হীরামাণ্ডি’ দেখার অপেক্ষায় বহুদিন ধরেই রয়েছেন দর্শক। এটিই…