Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
CBSE 2024-25 Class X and XII: একবার পরীক্ষা খারাপ হলেও চিন্তা নেই, থাকবে সুযোগ
CBSE 2024-25 Class X and XII: একবার পরীক্ষা খারাপ হলেও চিন্তা নেই, থাকবে সুযোগ

২০২৪-২৫ অ্যাকাডেমিক সেশন থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বোর্ড পরীক্ষায় বসার সুযোগ পাবে বছরে দু-দু’বার। নয়া জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এর আগেই প্রস্তাব এসে গিয়েছিল বছরে দু’বার বোর্ড এক্সামের। এবার সেই প্রস্তাবই ফলপ্রসু হতে চলেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে। শিক্ষা মন্ত্রকের একজন বরিষ্ঠ আধিকারিক এ বিষয়ে বলেছেন, সিবিএসই বোর্ড ২০২৫ সালে প্রথমবারের জন্য একাধিক বোর্ড পরীক্ষার আয়োজন করবে। অর্থাৎ বছরে দু’বার দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা পরিচালন করা হবে। তবে এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। কেউ যেকোনও একটি পরীক্ষা দিতে…

Read More