২০২৪-২৫ অ্যাকাডেমিক সেশন থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বোর্ড পরীক্ষায় বসার সুযোগ পাবে বছরে দু-দু’বার। নয়া জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এর আগেই প্রস্তাব এসে গিয়েছিল বছরে দু’বার বোর্ড এক্সামের। এবার সেই প্রস্তাবই ফলপ্রসু হতে চলেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে। শিক্ষা মন্ত্রকের একজন বরিষ্ঠ আধিকারিক এ বিষয়ে বলেছেন, সিবিএসই বোর্ড ২০২৫ সালে প্রথমবারের জন্য একাধিক বোর্ড পরীক্ষার আয়োজন করবে। অর্থাৎ বছরে দু’বার দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা পরিচালন করা হবে। তবে এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। কেউ যেকোনও একটি পরীক্ষা দিতে পারে আবার, সকলের ক্ষেত্রে সুযোগ থাকছে একটি পরীক্ষার ফলাফল খারাপ হলে দ্বিতীয়বার সুযোগ পাওয়ার।
পরীক্ষার্থীরা যেই পরীক্ষায় ভালো ফলাফল করবে, সেই ফলাফলটিকে প্রাধান্য দিয়ে তাদের ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে। একজন পরীক্ষার্থী যদি পরীক্ষা দিয়ে তার রেজাল্টের সন্তুষ্ট হয়, তবে সে পরবর্তী পরীক্ষাতে উপস্থিত নাও থাকতে পারে। এই নতুন ধরনের পরীক্ষা পদ্ধতি ছাত্রছাত্রী কিংবা শিক্ষক শিক্ষিকারা কতটা রপ্ত করতে পারেন, তার জন্য অপেক্ষা করতেই হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ বিষয়ে বলেন, ‘চলতি বছরের নতুন শিক্ষাবর্ষ থেকে ছয়টি শ্রেণিতে নয়া পাঠক্রম চালু করা হবে এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বছরে দু’বার করে বোর্ডের পরীক্ষা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দুটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেব। কেউ চাইলে একেবারে বোর্ডের যাবতীয় পরীক্ষা দিতে পারে। কিন্তু দুটি ধাপেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে এই নতুন ব্যবস্থায়৷’ এর ফলে পড়ুয়ারা বছরে দু’বার পরীক্ষায় বসতে পারবে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সদস্য জানান। দেশের বিভিন্ন অঞ্চলের নানা বয়সের পড়ুয়াদের সঙ্গে তার কথা হয়েছে সরকারের এই নয়া নীতি নিয়ে। তারা খুশি বলেই মনে করছেন ধর্মেন্দ্র। তিনি আরও বলেন, ‘এটা অবশ্যই পড়ুয়াদের ওপর বোর্ড পরীক্ষার চাপ কমাবে। চলতি বছরেই এই ফরম্যাট আমরা তৈরি করে ফেলব, অভিভাবকদেরও জানান হবে।’
(Feed Source: hindustantimes.com)