রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার দিন বহু রাজ্যে আমিষ খাবার ডেলিভার করল না Zomato

রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার দিন বহু রাজ্যে আমিষ খাবার ডেলিভার করল না Zomato

রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার দিনেই Zomato-র স্টকে মাংস শেষ! বন্ধ হয়ে গেল বিক্রি! একটি রাজ্যে নয়, একাধিক রাজ্যে।ব্যাপারটা কি! সারা দিন কীভাবে এতগুলি রাজ্য জুড়ে মাছ-মাংস বিক্রি বন্ধ থাকল। রেগে গিয়ে তো অনলাইনেই তোপ দাগলেন এক গ্রাহক। তারপর সংস্থার থেকে এল কৈফিয়ত। সরকারি নির্দেশেই এই সিদ্ধান্ত বলে তারা জানিয়েছেন।

৫০০ বছরের লড়াই শেষে নিজগৃহে ফিরেছেন শ্রীরামচন্দ্র। সম্পন্ন হয়েছে প্রাণপ্রতিষ্ঠা। সেদিনই ফুড ডেলিভারি অ্যাপে বাধল খাবার নিয়ে বিতর্ক। খাদ্য-ডেলিভারি অ্যাপটিকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে এক নেটিজেন লিখলেন, ‘জোমাটো আজ ভোপালে চিকেন বিক্রি করছে না’। কেন, এর কারণ কী? এরই উত্তরে কারণ অনুমান করেই ব্যবহারকারী আরও বলেছেন, ‘আজই হয়ত মাংস খুব একটা স্টকে নেই, সেই কারণেই Zomato এমন সিদ্ধান্ত নিতে একপ্রকার বাধ্য হয়েছে।’

  • কেন মাছ-মাংস বিক্রি বন্ধ করেছিল Zomato?

উল্লেখ্য, ২২ তারিখ ছিল ড্রাই ডে। দেশের অনেক রাজ্যেই বন্ধ ছিল মদ বিক্রি। একই ভাবে আমিষও বিক্রি বন্ধ ছিল কিছু রাজ্যে। যোগী সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, ২২ তারিখ রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার উপলক্ষে সারা রাজ্যে মাছ, মাংস কিছুই বিক্রি করা যাবে না। উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ড, রাজস্থান, অসম, এবং ছত্তিশগড়েও চালু ছিল একই নিয়ম। অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে দিল্লিতেও সমস্ত সমস্ত কসাইখানা, মাংস এবং মাছ বিক্রি বন্ধ রেখেছিল। যার দরুণ এদিন Zomato-ও সরকারের নির্দেশনা মেনে অনলাইনে এই বিক্রি বন্ধ রেখেছিল।

এ প্রসঙ্গে এদিন Zomato ওই গ্রাহকের পোস্টের উত্তরে লিখেছে, ‘আমরা উত্তরপ্রদেশ, অসম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে সরকারি নির্দেশ অনুযায়ী আমিষ আইটেম সরবরাহ বন্ধ করে দিয়েছি। এই সিদ্ধান্তটি অযোধ্যার রাম মন্দিরের পবিত্র অনুষ্ঠানকে সম্মান জানানোর জন্যই নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গতকাল সারা দেশের চোখ ছিল অযোধ্যার দিকে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নির্দেশ মতো সোমবার বেলা ১২.২০ মিনিটে রামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হয়। ১টার মধ্যেই তা শেষ হয়। মাত্র ৮৪ সেকেন্ডের মধ্যেই ভগবানের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। এদিনের ঐশ্বরিক অনুষ্ঠানের জন্য আমন্ত্রিতের সংখ্যা ছিল প্রায় ৭০০০ জনেরও বেশি। প্রায় গোটা বলিউড থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ দেশ বিদেশের সাধু মহান্ত, প্রত্যেকের উপস্থিতিতেই অযোধ্যায় ফিরেছেন রঘুপতি রাঘব রাজা রাম।

(Feed Source: hindustantimes.com)