সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য! চুক্তির দিন ঘোষণা করে দিল ইমামি
#কলকাতা: এমনটা হতে চলেছে ইঙ্গিত পাওয়া গিয়েছিল একদিন আগেই। নজরুল মঞ্চে বঙ্গবিভূষণ যখন তুলে দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদের হাতে, তখন সেখানেই ছিলেন ইমামির ডিরেক্টর রাধেশ্যাম গোয়েঙ্কা। তাকেও পুরস্কার দেওয়া হয়েছিল। আর মঙ্গলবার ইনভেস্টর সরকারিভাবে জানিয়ে দিল তাদের সঙ্গে সরকারি চুক্তি হবে ইস্টবেঙ্গল ক্লাবের আগামী ২ আগস্ট। তবে কোথায় এবং কখন সই করা হবে সেটা কদিন পর জানানো হবে। ক্লাব এবং লগ্নিকারী দুপক্ষই চুড়ান্ত চুক্তিপত্রে কোনও খামতি রাখতে চাইছে না। ফলে সময় লাগলেও তাতে আপত্তি ছিল না দুই পক্ষের।…