মানসী চাপ দিচ্ছিল, রবীন্দ্রনাথের থেকেও ভালো গান বানাতে হবে, আমি শুনে…: জয় সরকার
হারিয়ে যাওয়া ঠিকানার খোঁজ, সম্পর্কের নতুন রসায়ন নিয়ে আসতে চলেছে মানসী সিনহার নতুন ছবি ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। ছবি মুক্তির আগে ১ ডিসেম্বর রবিবার স্টার থিয়েটারে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ। উপস্থিত ছিলেন পরিচালক মানসী সিনহা ও ছবির কলাকুশলীরা। ছিলেন সুরকার জয় সরকার, গায়িকা লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী সহ আরও অনেকে। স্বল্প বাজেটের ছবি, তাই ছবির গান নিয়ে তিনি কী ফন্দি এঁটেছিলেন সেকথা ফাঁস করলেন মানসী সিনহা। ছবির একটা BJM গেয়েছেন তাপস মুখোপাধ্যায়। মিউজিক লঞ্চে তাঁকে মঞ্চে ডেকে পরিচালককে…