অক্টোবরের মধ্যেই দেশে 5G পরিষেবা, খোদ জানালেন মন্ত্রী
5G Network: চলতি বছরেই দেশের বিভিন্ন শহরে শুরু হয়ে যাবে ৫জি পরিষেবা। অক্টোবরের মধ্যেই দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী থাকবে দেশ। তেমনই জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 5G telecom services: কী বললেন মন্ত্রী ? এদিন তিনি বলেন, ” স্পেকট্রাম নিলাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক দিনের মধ্যেই আমরা নিলাম বরাদ্দের কাজ শেষ করব। আমরা আশা করছি, অক্টোবরে 5G পরিষেবার কাজ শুরু হবে। আগামী এক বছরের মধ্যে আমাদের দেশে 5G পরিষেবা ছড়িয়ে পড়বে।”বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনে এই মন্তব্য করেন…