AirFiber প্ল্যান অফার চালু করল Jio; মাত্র ১১১১ টাকায় ৫০ দিনের ভ্যালিডিটি!
JioFiber- Reliance Jio-র লক্ষ্য, প্রতি মাসে প্রায় দশ লক্ষ নতুন ঘরে নিজেদের AirFiber পরিষেবা পৌঁছে দেওয়া। এটা আসলে ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেক্টিভিটির জন্য তাদের এক্সপ্যানশন প্ল্যানের আওতায় রয়েছে। কলকাতা: গ্রাহকদের জন্য একটা প্রোমোশনাল অফার নিয়ে এল Reliance Jio। আর এই অফার মূলত ৫জি ব্যবহারকারীদের জন্যই! এর আওতায় খুবই কম দামে Jio AirFiber অ্যাক্সেস পেয়ে যাবেন ব্যবহারকারীরা। Reliance Jio-র লক্ষ্য, প্রতি মাসে প্রায় দশ লক্ষ নতুন ঘরে নিজেদের AirFiber পরিষেবা পৌঁছে দেওয়া। এটা আসলে ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেক্টিভিটির জন্য তাদের…