‘মহাত্মার থেকে কোনও অংশে কম নন’, স্বাধীনতার ৭৫ বছরে কেন্দ্রীয় পত্রিকায় সাভারকর-বন্দনা
নয়াদিল্লি: স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে অমৃত মহোৎসব পালনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাতে বিস্মৃত স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসে প্রাপ্য মর্যাদা দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। কিন্তু মহাত্মা গাঁধী (Mahatma Gandhi) স্মৃতিতে উৎসর্গ, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পত্রিকায় বিনায়ক দামোদর সাভারকর (Vinayak Damodar Savarkar) বন্দনা নিয়েই এ বার বিতর্কে তাঁর সরকার। শুধু সাভারকর বন্দনাই নয়, তিনি মহাত্মার চেয়ে কোনও অংশে কম ছিলেন না বলে দাবি করা হয়েছে ওই পত্রিকায়। কেন্দ্রীয় পত্রিকায় সাভারকর বন্দনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ গাঁধী…